
একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাইবান্ধার আসন গুলোতে বাংলাদেশ আওয়ামীলীগ ও মহাজোট মনোনীত প্রার্থীদের বিজয়ী করার লক্ষে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ গাইবান্ধা জেলা শাখার আয়োজনে নির্বাচনী বিশেষ বর্ধিত সভা জেলা আওয়ামীলীগের কার্যালয়ে আজ শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়।
জেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতি মোশারোফ হোসেন দুলালের সভাপতিত্বে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধার ৫ টি আসনের আওয়ামীলীগ ও মহাজোট মনোনীত প্রার্থীদের নির্বাচিত করার লক্ষে বিশেষ বর্ধিত সভায় বক্তব্য রাখেন জেলা সেচ্ছাসেবকলীগের সহ সভাপতি ডিপটি মিয়া,যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুল লতিফ আকন্দ, আব্দুর রাকিব, সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান সাজ্জাদ, সাগর, মামনুর রহমান সজিব,সদর উপজেলা আওয়ামী সেচ্ছাসেবকলীগের সভাপতি মোফাজ্জল হোসেন টুলু ,শহর সেচ্ছাসেবকলীগের আহবায়ক শেখ রহিদ হাসান রিন্টু, জেলা সাতটি উপজেলার সভাপতি সম্পাদক ও আহবায়ক যুগ্ন আহবায়কগণসহ বিভিন্ন ইউনিটের দলীয় নেতাকর্মীরা মতামত ব্যক্ত করেন।
সমগ্র বিশেষ বর্ধিত সভার সঞ্চালনা করেন পরিচালনা করেন জেলা আওয়ামী সেচ্ছা সেবকলীগের সাধারণ সম্পাদক ও পৌর প্যানেল মেয়র মোস্তাক আহম্মেদ রঞ্জু।
এসময় জেলা, সদর উপজেলা ও শহর শাখার সংগঠনের কর্মী বৃন্দ শতফূর্তভাবে বিশেষ বর্ধিত সভায় উপস্থিত থেকে নির্বাচনের দলের প্রার্থীকে জনগণের বিপুল ভোটে নির্বাচিত করতে সংগঠনের করণীয় সম্পর্কে তুলে ধরে নিজ নিজ মতামত উপস্থাপন করেন।
বক্তরা বলেন,সরকার যেমন বিশ্বরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত ভিশন বাস্তবায়ন করছে। তেমনি প্রধানমন্ত্রীর নেতৃত্বে চলমান উন্নয়নের ধারা অব্যহত রাখতে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের বিপুল ভোটে নৌকার প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধ হতে জেলার সেচ্ছাসেবকলীগের সর্বস্তরের নেতাকর্মীদের আহবান জানান।