
গাইবান্ধা জেলা বিএনপি কার্যালয়ে নিশ্চুপ উত্তেজিত দলীয় নেতাকর্মীদের অগ্নিসংযোগ করার মধ্য দিয়ে । আবারো জনমনে আগুন আতঙ্ক তৈরী করলো বিএনপি নেতাকর্মীরা।
স্থানীয়দের নিকট জানা যায়, সদ্য জাতীয় পার্টি থেকে বিএনপিতে যোগদান কারী আব্দুর রশিদ সরকার কে গাইবান্ধা ২ সদর আসনে ঐক্যফ্রন্টের পক্ষ হতে মনোনীত করায় ক্ষুদ্ধ দলীয় নেতাকর্মীরা ভাংচুর ও অগ্নিসংযোগ করে।
আজ সন্ধ্যায় গাইবান্ধা জেলা বিএনপি কার্যালয়ে বিক্ষুদ্ধ পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ করে।এ ঘটনার পরে কার্যালয়ের ভেতর থেকে পোড়া গন্ধ ও ধোঁয়া উঠতে দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে খবর দিলে ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনে।
অগ্নিসংযোগের এ ঘটনায় কার্যালয়ে থাকা চেয়ার টেবিলের আংশিক ক্ষয়ক্ষতি হলেও বড় ধরনের কোন অঘটন ঘটেনি।এ সময় রাস্তার উভয় পাশে যানজটের সৃষ্টি হয়। এঘটনায় নিজেদের ঘরে নিজেরা আগুন দিয়ে অন্যের প্রতি হিনমনতার প্রতিফলন ঘটাতে ব্যস্ত দলের জেলা শাখার সর্বোচ্চ নেতৃবৃন্দ।
ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিস কর্মীরা ১টি পেট্রোলের বোতল জব্দ করেছে। সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ ঘটনায় জেলা বিএনপি কার্যালয়ের সামনে এক তাৎক্ষনিক প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির মাধারন সম্পাদক মাহামুদুন্নবী টিটুল,জেলা বিএনপির সহ সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুল মান্নান ও শেখ সামাদ আজাদ।
বক্তারা, সন্দেহতিভাবে এ ঘটনায় দলীয় অন্যান্য নেতাকর্মী সকলকে শান্ত থাকার আহবান জানান।
তবে অনেক দলীয় নেতাকর্মীরা মনে করেন সদ্য জাপা থেকে বিএনপিতে যোগদানকারী সাবেক এমপি আলহাজ্ব আব্দুর রশিদ সরকারের নমিনেশন চূড়ান্ত করায় এই ঘটনা ঘটেছে।এটা দীর্ঘদিন যাবৎ নির্যাতিত ও মামলা হামলা স্বীকার দলীয় নেতাকর্মীদের কাংঙ্খিত দাবী আদায় না হওয়ার প্রতিফলন। দলীয় নেতাকর্মীদের চাপা ক্ষোভ আজ বিস্ফোরিত হতেই কালো ধোয়া বেরুচ্ছে দলীয় কার্যালয়ে।
তবে এবিষয়ে কথা বলতে জেলা বিএনপির সাধারণ সম্পাদকের মোবাইল নাম্বারটি ব্যস্ত পাওয়া যায়।