
এটিএম আফছার আলী, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ সুন্দরগঞ্জ উপজেলার গংসার হাট নামক স্থান থেকে অজ্ঞাত পরিচয় জনৈক যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
থানা পুলিশ ও স্থানীয়দের নিকট থেকে জানা গেছে, রবিবার সংবাদ পেয়ে পুলিশ উপজেলার শান্তিরাম ইউনিয়নের পরাণ গ্রামের গংসার হাট নামক স্থানে গিয়ে সুবাস বাবুর গালামালের দোকানের সামন থেকে লাশটি উদ্ধার করে। শনিবার বিকালে মানসিক ভারসাম্যহীন ওই যুবককে এলাকায় ঘোরা-ফেরা করতে দেখা যায়। পরে রবিববার ব্যবসায়ী সুবাস চন্দ্র সকালে দোকান ঘর খুলতে গিয়ে দেখেন তার বারান্দায় ওই যুবকের লাশ পড়ে আছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেন। সুন্দরগঞ্জ থানা অফিসার ইনচার্জ- ঘটনার সত্যতা স্বীকার করে জানান, লাশের কোন ওয়ারিশ খুঁজে পাওয়া যায়নি। আমরা বিভিন্ন থানায় মেসেজ দেয়ার চেষ্টা করছি।