
গাইবান্ধা ডিবি পুলিশের বিশেষ অভিযান চালিয়ে সাঘাটা উপজেলার পোড়াভিটা এলাকা হতে জুয়া খেলারত অবস্থায় ৫ জুয়ারু কে আটক করেছে। ভ্রাম্যমান আদালতে আটককৃত জুয়ারুদের অর্থদন্ড প্রদান।
আজ ৪ ডিসেম্বর মঙ্গলবার রাত্রী অনুমানিক ১২ টা ২০ মিনিটের সময় গাইবান্ধা ডিবি পুলিশের একটি টিম গাইবান্ধা জেলার সাঘাটা থানাধীন খামার ধনারুহা গ্রামের পোড়াভিটা নামক এলাকা হইতে অভিযান চালিয়ে ৫ জন জুয়ারু কে আটক করে।
আটককৃতরা হলো সাঘাটা উপজেলার খামারধনারুহা গ্রামের হায়দার আলীর ছেলে ১। রনি মিয়া (২২), আব্দুল রাজ্জাকের ছেলে ২। আব্দুল মজিদ(২৮), কচুয়াহাট গ্রামের আজাদুল ইসলামের ছেলে ৩। রাসেল মাহমুদ (২৬), মৃত নাদু র ছেলে ৪।মাসুদ মিয়া (৩৮), কচুয়া গ্রামের মৃত আলমগীর হোসেনের ছেলে ৫। আহসান হাবিব (৩৬) কে জুয়া খেলারত অবস্থায় আটক করে।
এখবর নিশ্চিত করে ডিবি ওসি মজিবুর রহমান পিপিএম জানান,আটকের পরবর্তীতে জুয়ারুদের কে ভ্রাম্যমান আদালতে হাজির করলে বিজ্ঞ আদালত অর্থদন্ড প্রদান করেন।