
গাজীপুরের টঙ্গীর ইজতেমার ময়দানে উলামা-মাশায়েক, মাদরাসার ছাত্র ও তাবলীগি সাথীদের ওপর বিতর্কিত আলেম মাওলানা সা’দ কান্ধলবীর অনুসারী ছৈয়দ ওয়াসিফুল ইসলাম নেতৃত্বে নৃশংস হামলার প্রতিবাদে আজ ৩ ডিসেম্বর সোমবার দুপুরে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে গাইবান্ধায় বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি করেছেন আলেম উলামা, তাবলীগ সাথীসহ তৌহিদী জনতা।
গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আজ দুপুরে গাইবান্ধার বিভিন্ন মাদরাসার আলেম ওলামা ও তাবলীগ সাথীরা চলমান সংকট নিরসনে এবং ইজতেমা ময়দানে সাদপন্থীরা যে অতর্কিত হামলা চালিয়েছিল তাদেরকে অনতিবিলম্ভে গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তির দাবীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
গাইবান্ধা জেলার সর্বস্তরের ওলামা মাশায়েখ ও তাবলীগ সাথীদের আয়োজনে মাওলানা আব্দুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন গাইবান্ধা বড় মসজিদের ইমাম ও খতিব মুফতি মাহমুদুল হাসান,গাইবান্ধা মার্কাজ মসজিদের ইমাম ও খতিব মাওলানা সাব্বির হোসেন প্রমুখ।
বক্তরা, টঙ্গী এজতেমা ময়দানে হামলায় সাদপন্থি গাইবান্ধার জেলা ৪ জন শুরার প্রত্যক্ষ সহযোগীতায় মোখলেছুর রহমান ও আব্দুল মান্নান চৌধুরী উস্কানিমুলক বক্তব্য প্রদান করে ও সাদপন্থি সাথিদের নিয়ে উক্ত নেক্কারজনক হামলায় অংশ গ্রহনের জন্য ইজতেমা ময়দানে সাথে নিয়ে যায়। এঘটনার তিব্র প্রতিবাদ জানান।
পরে তারা হামলাকারিদের দ্রুত শাস্তি গ্রেফতার, আহতদের চিকিৎসা প্রদান, ইজেতমা পরিচালক বক্তিবর্গের অধীনে পূর্বের ন্যায় পরিচালিত করার দাবীসহ ৮ দফা দাবীতে স্মারকলিপি প্রদান করে।