
সকল জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে গাইবান্ধা -৩ (পলাশবাড়ী সাদুল্যাপুর ) আসনে জাতীয় পাটির (জাফর)র কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ড. টিএইএম ফজলে রাব্বী চৌধুরী জাতীয় ঐক্যফ্রন্টের চুড়ান্ত প্রার্থী। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩১, গাইবান্ধা -৩ (পলাশবাড়ী- সাদুল্লাপুর) আসনের জাতীয় ঐক্যফ্রন্টের চুড়ান্ত প্রার্থী হিসাবে বিএনপির দলীয় মনোনয়ন গ্রহন করেছেন। এ আসনটির ৬ বারের নির্বাচিত সংসদ সদস্য ড. টিএইএম ফজলে রাব্বী চৌধুরী। তিনি জাতীয় ঐক্যফ্রন্টের মনোনীত হয়ে ধানের শীর্ষ প্রতিক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দিতা করবেন। গাইবান্ধা -৩ আসনে তিনি জোটের মনোনয়ন পাওয়ায় জোটভুক্ত দলীয় নেতাকর্মীরা অত্র এলাকার সর্বসাধারণের নিকট দোয়া কামনা করেন। এর আগেই পলাশবাড়ী উপজেলা নির্বাচন অফিস হতে নির্বাচনে প্রতিদ্বন্দিতা করার জন্য ড. টিএইএম ফজলে রাব্বী চৌধুরী পক্ষে মনোনয়ন পত্র সংগ্রহ করেন জাতীয় পার্টি (জাফর)রের দলীয় নেতাকর্মীরাসহ তাহার দীর্ঘ দিনের সমর্থকগণ। আগামীকাল বুধবার পলাশবাড়ী উপজেলায় তিনি স্বশরীরে উপস্থিত থেকে মনোনয়নপত্র জমা দিবেন ।
উল্লেখ্য , একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনটির দুটি উপজেলায় ১৩২ টি কেন্দ্রে মোট ৪ লক্ষ ১১ হাজার ৮শত ৪১ জন ভোটার । এ ভোট গ্রহনে ১৩২ জন প্রিজাইডিং অফিসার,৭৮৬ জন সহকারী প্রিজাইডিং অফিসার,১৫৭২ জন পোলিং অফিসার দায়িত্বে নিয়োজিত থাকবেন ।