
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধায় আই ন-শৃংখলা বিষয়ক জেলা কোর কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার সন্ধায় গাইবান্ধা সার্কিট হাউজ সম্মেলন কক্ষে জেলা প্রশাসক সেবাষ্টিন রেমার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া ও নির্বাচন কমিশনের জেলা ও উপজেলা কর্মকর্তারাসহ জেলা আইনশৃঙ্খলা বিষয়ক কোর কমিটির সকল সদস্যবৃন্দ উপস্থিত থেকে নিজ নিজ মতামত ও পরামর্শ প্রদান করেন। সভায় সারাদেশের ন্যায় জেলা জুড়ে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও গ্রহনযোগ্য করতে আইনশৃৃঙ্খলা বিষয়ক বিভিন্ন গুরুত্বপুর্ন সিদ্ধান্ত গ্রহন করা হয়।