
গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযান চালিয়ে ৬০ গ্রাম হিরোইন ও ১০৫ পিস ইয়াবা সহ একাধিক মামলার আসামি মাদক সম্রাট সাজু (৩৫) কে গ্রেপ্তার করেছে।
২৫ নভেম্বর রবিবার দিবাগত রাত সাড়ে ৮ টার দিকে গোবিন্দগঞ্জ থানা পুলিশের একটি টিম উপজেলার গুমানীগঞ্জ ইউপির ল্যাংড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে ৬০ গ্রাম হেরোইন ও ১০৫ পিচ ইয়াবাসহ একাধিক মামলার আসামি সাজু মিয়া (৩৫) কে গ্রেফতার করেছে।
হিরোইন ও ইয়াবাসহ গ্রেফতারকৃত সাজু মিয়া উপজেলার বুজরুক বোয়ালিয়া শিল্প পাড়া এলাকার মৃত আঃ ছাত্তার মিয়ার ছেলে।
গোবিন্দগন্জ থানার অফিসার ইনচার্জ কে এম মেহেদী হাসান জানান, উদ্ধার কৃত হিরোইন ও ইয়াবার মূল্য ৩ লাখ ৩১ হাজার ৫ শত টাকা। গ্রেফতারকৃত সাজুর বিরুদ্ধে আদালতে আরো ৫টি মাদক মামলা বিচারাধীন আছে। হিরোইন ও ইয়াবাসহ গ্রেফতারের ঘটনায় এ ব্যাপারে গোবিন্দগঞ্জ থানায় একটি মামলার রুজু করা হয়েছে।