
৪৭ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষ্যে আজ গাইবান্ধায় বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে । কর্মসূচির মধ্যে ছিল জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন , বণার্ঢ্য র্যালী , আলোচনা সভা ও পুরষ্কার বিতরন । এ উপলক্ষ্যে স্থানীয় পাবলিক লাইব্রেরী মিলনায়তনে ’সমবায় ভিত্তিক সমাজ গড়ি টেকসই উন্নয়ন নিশ্চিত করি ’ শীর্ষক এক আলোচনা সভায় জেলা সমবায় অফিসার আনিসুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও উপসচিব রোকসানা খাতুন । অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশিষ্ট সমবায়ী হাসান মাহমুদ সিদ্দিক ,প্রেসক্লাবের যুগ্ম সাধারন সম্পাদক আবেদুর রহমান স্বপন , বাসসের প্রতিনিধি সরকার শহীদুজ্জামান , লক্ষীপুর উষা সমবায় সমিতির নির্বাহী পরিচালক লিটন দাস সহ সাংবাদিক ও সমবায়ী নেতৃবৃন্দ ।
বক্তারা বলেন – সমবায় আন্দোলনের মাধ্যমে তৃণমূল পর্যায়ে কর্মসংস্থানের সুযোগ রয়েছে । কৃষিক্ষেত্রে , শিল্পক্ষেত্রে ছোট ছোট গ্রুপ গঠন করে সমবায়ী সদস্যদের কে প্রশিক্ষণ এর মাধ্যমে দক্ষ জনশক্তিতে পরিনত করে উৎপাদন মূলক কর্মকান্ডে সম্পৃক্ত হলেই ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠা সম্ভব হবে ।
এর আগে পাবলিক লাইব্রেরী চত্বরে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের পর সমবায়ীদের একটি বর্নাঢ্য র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ।