
গাইবান্ধার সুন্দরগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে এক ইউপি সদস্যসহ ৩ মাদক কারবারীকে গ্রেফতার করেছে।
থানা সূত্রে জানা যায়, আজ রবিবার ভোরে থানার এস.আই মামুনুর রশীদ ও গোলাম মোস্তফা গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান চালায়। এতে উপজেলার সর্বানন্দ ইউনিয়নের প্রফেসরের বাজার থেকে ৫৫ হাজার ৮’শ টাকা মূল্যের ১’শ ৮৬টি ইয়াবা সহ ঐ ইউপির ৭ নম্বর ওয়ার্ড সদস্য ও পশ্চিম বাছহাটী গ্রামের লাল মিয়ার পুত্র মোয়াজ্জেম হোসেন ওরফে সোহাগ (৪০), একই গ্রামের শহিদুল ইসলামের পুত্র মাহুসরুজ্জামান বিপ্লব (২৪) ও পার্শ্ববর্তী মৃত আঃ জলিলের ছেলে লেবু মিঞা (৩০) কে গ্রেফতার করে পুলিশ।
ইউপি সদস্য সোহাগ মিঞা ইতোপূর্বেও মাদক কারবারীতে গ্রেফতার হয়ে জামিনে বেড়িয়ে এসে আবার পূর্বের ন্যায় ব্যবসা চালিয়ে আসছিল বলে স্থানীয় সূত্রে জানা যায়।
এখবরটি নিশ্চিত করে থানা অফিসার ইনচার্জ- এসএম আব্দুস সোবহান সাংবাদিকদের জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা রুজু করে আসামীদেরকে আদালতে পাঠানো হয়েছে।