
বিনোদন ডেস্ক
বিয়ের অনুষ্ঠান সামনেই। তাই বাগদত্তকে সঙ্গে নিয়ে প্রিয়াঙ্কা চোপড়া ইতিমধ্যেই ভারতে চলে এসেছেন। তবে এখন রয়েছেন তিনি দিল্লিতে। নিক জোনসকে নিয়ে এরপর পিগি চপস রাজস্থানের উদ্দেশ্যে রওনা দেবেন।
বুধবার প্রিয়াঙ্কা এবং নিকস পালন করলেন থ্যাঙ্কসগিভিং ডে। আমেরিকাতে এই দিনটি মূলতঃ পালন করেন প্রিয়াঙ্কা। কিন্তু এ বছর তিনি এ দেশে রয়েছেন, তাই এখানেই নিজের বন্ধু–বান্ধব এবং পরিবারকে নিয়ে এই দিনটি পালন করলেন তিনি।
বৃহস্পতিবার থ্যাঙ্কসগিভিং ডে উপলক্ষ্যে রাজকীয় ডিনারের ব্যবস্থা করেছিলেন প্রিয়াঙ্কা–নিকস। সোশ্যাল সাইটে সেই ছবি পোস্ট করেছেন প্রিয়াঙ্কা এবং ক্যাপশন দিয়েছেন, ‘হ্যাপি থ্যাঙ্কসগিভিং ফ্যামিলি…সারাজীবনের’।
নিক জোনস ডাইনিং টেবিলের প্রধান চেয়ারে বসেছিলেন এবং তাকে ঘিরে বসেছিল ২৮ জন পরিবারের সদস্য। ছবিতে দেখা যাচ্ছে, প্রিয়াঙ্কা হাত ধরে রয়েছেন নিকসের। মার্কিন গায়ক নিজেও ইনস্টাতে এই একই ছবি পোস্ট করেছেন এবং ক্যাপশন দিয়েছেন, ‘সুন্দর থ্যাঙ্কসগিভিং ডে কাটালাম। আশা করব আপনারাও আপনাদের প্রিয়জনদের সঙ্গে এই দিনটি উপভোগ করেছেন।’
প্রিয়াঙ্কা সম্প্রতি সোনালী বোসের ছবি ‘দ্য স্কাই ইস পিঙ্ক’–এ অভিনয় করছেন। ২ ডিসেম্বরই প্রিয়াঙ্কা–নিকের বিয়ে বলে জানা গিয়েছে। যার জন্য রাজস্থানের উমেদ ভবনে চলছে প্রস্তুতি।