
সম্প্রতি বিএনপিতে যোগদান করী বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ফারুক আলম সরকারকে গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনে বিএনপি’র মনোনয়ন না দেওয়ার দাবিতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। আজ ২৩ নভেম্বর শুক্রবার সকালে গাইবান্ধার ফুলছড়ি উপজেলা পরিষদের সামনের সড়কে স্থানীয় বিএনপির আয়োজনে এক মানববন্ধন কর্মসূচী থেকে এই দাবি করা হয়।
মানববন্ধনে নেতারা বলেন, ফুলছড়ি ও সাঘাটা আসনের বিএনপির তৃণমূল নেতাকর্মী ও সাধারণ ভোটারদের একটাই দাবি হলো, বিএনপির ত্যাগী নেতাদের মধ্যে মনোনয়ন দিতে হবে। আসনটিতে অবশ্যই বিএনপির তৃনমূল থেকে উঠে আসা নেতৃত্বকে মনোনয়ন দেওয়া উচিত।
মানববন্ধনে বক্তব্য রাখেন, ফুলছড়ি উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ তোফায়েল আহমেদ, জেলা বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অধ্যাপক শফিউল করিম দোলন, কঞ্চিপাড়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি সাইদুর রহমান ডিপটি, সাধারন সম্পাদক এইচ.এম সোলায়মান শহীদ, ফুলছড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস ছালাম, ফজলুপুর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মিজানুর রহমান মিলন, এরেন্ডাবাড়ী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সাইফুল ইসলাম শফিউল্লা, ইউপি সদস্য ও বিএনপি নেতা শহিদুল ইসলাম, ইউপি সদস্য সিরাজুল ইসলাম, ফুলছড়ি উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহবায়ক ইকবাল হোসেন, মোশাররফ হোসেন, তছলিম উদ্দিন, ফরিদ মিয়া প্রমুখ।