
গাইবান্ধার সুন্দরগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে ১৭০ পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
থানা পুলিশ সূত্রে জানা গেছে,গতকাল ২০ নভেম্বর মঙ্গলবার দিবাগত রাতে গাইবান্ধা পুলিশ সুপারের দিকনির্দেশনায় ও অফিসার ইনচার্জ এসএম আব্দুস সোবহানের নেতৃত্বে এসআই গোলাম মোস্তফা সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলারত তারাপুর ইউনিয়নের চাচিয়া মীরগঞ্জ গ্রামের জবেদ আলীর ছেলে মাদক শাকিল মিয়াকে গ্রেফতার করে পুলিশ। এসময় শাকিলের নিকট থেকে ১৭০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
এখবর নিশ্চিত করে থানার অফিসার ইনচার্জ এসএম আব্দুস সোবহান জানান, দীর্ঘদিন ধরে শাকিল মাদক ব্যবসা করে আসছিল। এ নিয়ে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে