
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৪তম জন্ম দিন গাইবান্ধা জেলা বিএনপির উদ্যোগে আজ মঙ্গলবার জেলা বিএনপি কার্যালয়ে বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে পালিত হয়।
কর্মসূচীর মধ্যে ছিল কেক কাটা, দোয়া মাহফিল ও আলোচনা সভা। জেলা বিএনপির কার্যালয়ে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সহ সভাপতি বীরমুিক্তযোদ্ধা আব্দুল মান্নান সরকার। আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটুল, কামরুল হাসান সেলিম, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাড, মনজুর মোর্শেদ বাবু, মাহমুদ হাসান প্রামানিক, দপ্তর সম্পাদক আব্দুল হাই, সহ: দপ্তর সম্পাদক শফিকুর রহমান খোকা, জেলা যুবদলের সভাপতি রাগিব হাসান চৌধুরী, বিএনপি নেতা সাহেদ হোসেন, ফেরদৌস আলম লিটন, আসাদুল হাবীব বকুল, এসএম কামাল হোসেন, খন্দকার আলামিন, ইমাম হোসেন আলাল, আনিছুর রহমান, তালুকদার বাবু, মনির হোসেন, শেখ নজরুল ইসলাম, শফিকুর রহমান খোকা, যুবনেতা নোমান সরকার, মৌসুমী বেগম তমা, লাইলী বেগম, শরিফ খান, সাজ্জাদ হোসেন পল্টন প্রমুখ।
শেষে তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া পরিচালনা করেন মওলানা ইউনুস আলী খান।