
গাইবান্ধা ডিবি পুলিশের মাদক বিরোধী অভিযানে ১০ বোতল ফেন্সিডিল সহ মাদক ব্যবসায়ি সোহেল রানা কে গ্রেফতার করেছে।
গতকাল ১৭ নভেম্বর শনিবার রাত্রি আনুমানিক ১১ টা ১০মিনিটের সময় গাইবান্ধা ডিবি পুলিশের একটি টিম গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ পৌরসভাধীন ৬ নং ওয়ার্ড বুজরুক বোয়ালিয়া গোলাপবাগ কেন্দ্রীয় ঈদগাহ মাঠ সংলগ্ন ঝিলপাড়া মোড় হইতে ফেন্সিডিল বিক্রয় করাকালীন সময়ে মাদক ব্যবসায়ি ১। সোহেল রানা (২৮) কে ১০ বোতল ফেন্সিডিল সহ আটক করে।
ফেন্সিডিল সহ গ্রেফতারকৃত সোহেল রানা (২৮) গোবিন্দগঞ্জ উপজেলার পৌরসভাধীন থানাখলসী গ্রামের সাবু মিয়ার ছেলে।
এখবর নিশ্চিত করে ডিবি ওসি মজিবুর রহমান পিপিএম জানান,গ্রেফতারকৃত সোহেল রানার বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা রুজু করা হয়েছে।