
জেলা পুলিশ লাইনে অক্টোবর মাসের ‘মাসিক অপরাধ সভা’ অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন গাইবান্ধা জেলার পুলিশ সুপার প্রকৌশলী জনাব আবদুল মান্নান মিয়া, এমবিএ(আইবিএ)।
এতে জেলার সার্বিক আইন- শৃংখলা বিষয়ে গুরুত্বপূর্ণ আলচনা হয়। সভায় অক্টোবর মাসের কৃতিত্বপুর্ণ কাজে জন্য পুরষ্কৃত করা হয়।
এতে শ্রেষ্ঠ এসআই ও ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসেবে শফিকুল ইসলাম(গোবিন্দগঞ্জ থানা), শ্রেষ্ঠ এ এস আই হিসেবে শওকত আলম সিদ্দিকী, শ্রেষ্ঠ ট্রাফিক অফিসার হিসেবে টিআই জিয়াউর রহমান, বিশেষ পুরস্কার এসআই সঞ্জয় কুমার সাহা(পলাশবাড়ী থানা) এবং জেলার শ্রেষ্ঠ থানা হিসেবে গোবিন্দগঞ্জ থানা পুরষ্কৃত হন।
এ সভা শেষে বিশেষ ভোজ ‘নবান্নের মেজবানি’ অনুষ্ঠিত হয়। এতে জেলা প্রশাসক সেবাষ্টিন রেমা, ডিডি(এলজি) অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) যোগদান করেন। এ নবান্নের মেজবানি অনুষ্ঠানে জেলা পুলিশের কর্মকর্তাসহ থানার অফিসার ইনচার্জগণ উপস্থিত ছিলেন।