1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ০৫:৫৭ অপরাহ্ন
৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সশস্ত্র বাহিনীর বীর শহীদদের প্রতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা সারা দেশে ৫.৫ মাত্রার ভয়াবহ ভূমিকম্প অনুভূত গাইবান্ধায় নবনিযুক্ত জেলা প্রশাসকের সঙ্গে জেলা ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ সাদুল্লাপুরে ৫০ বোতল ফেনসিডিলসহ দুই নারী মাদক কারবারী গ্রেফতার বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার আয়োজনে গাইবান্ধায় মানব পাচার শীর্ষক আলোচনা সভা ত‌ারাগ‌ঞ্জের জয়বাংলা বাজারে গণশৌচাগারে তালা: স্বাস্থ্যঝুঁকিতে সাধারণ মানুষ পলাশবাড়ীতে খেলার জগৎ মডেল বাস্তবায়নে অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত বোদা উপজেলা সাংস্কৃতিক পরিষদ ক্ষুদে শিল্পীদের মননে সংস্কৃতির আলো ছড়িয়ে দিচ্ছে পলাশবাড়ী উয়ন্নন ফোরামের নবগঠিত ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ভবন সংকটে থমকে গেছে “দুবলাগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের” পাঠদান কার্যক্রম ।

বিদেশে লবিস্ট নিয়োগ করে নির্বাচন নিয়ে সংশয় সৃষ্টি করছে বিএনপি: কাদের

  • আপডেট হয়েছে : শনিবার, ১৭ নভেম্বর, ২০১৮
  • ৩৭ বার পড়া হয়েছে

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিদেশে লবিস্ট নিয়োগ করে নির্বাচন নিয়ে সংশয় সৃষ্টি করছে বিএনপি, রবিবারের মধ্যে আওয়ামী লীগের তিনশ আসনে মনোনয়ন চূড়ান্ত হবে।

শনিবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের প্রধান কার্যালয়ে এ কথা বলেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘কনডিউসিভ অ্যাটমোস্ফিয়ার (সহযোগিতা বা অংশগ্রহণমূলক পরিবেশ) সম্পূর্ণ বিষয়টাই নিশ্চিত করবে ইলেকশন কমিশনের ওপর, এখানে সরকারের কিছু করার নেই।’

জাতীয় ঐক্যফ্রন্ট ও বিএনপি নেতাদের উদ্দেশে সরকারের সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‌‘এখনো নমিনেশন পর্বই তো শেষ হয়নি, তবুও যদি তারা মনে করেন লেবেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হয়নি, তবে সেটা কমিশনের হাতে। এখানে সরকারের কোনো এখতিয়ার নেই।’

এর আগে শুক্রবার সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কাদের বলেন, সব সাম্প্রদায়িক শক্তিই এখন ধানের শীষে যোগ দিচ্ছে।

তিনি বলেন, ‘সব সাম্প্রদায়িক শক্তি এখন ধানের শীষে ভর করেছে। যারা এতদিন গণতন্ত্রের বেশে ছিল, মুক্তিযুদ্ধের নানা বুলি ছড়িয়েছিল, আসলে তারা ছদ্মবেশী।’

কাদের বলেন, ‘বিএনপি-জামায়াতের মতো সাম্প্রদায়িক শক্তির সঙ্গে যারা নির্বাচনে জেতার জন্য, ক্ষমতায় যাওয়ার জন্য আঁতাত করে। তাদের সবার পরিচয় সাম্প্রদায়িক অপশক্তি। এটার বিরুদ্ধেই আমাদের লড়াই।’

নির্বাচন কমিশনকে আওয়ামী লীগ ব্যবহার করছে বিএনপির এমন অভিযোগের জবাবে ওবায়দুল কাদের বলেন, আসলে জনসমর্থনের যে পারদ তাতে বিএনপির অবস্থান নিচের দিকে। বিষয়টি তারা অনুধাবন করতে পেরে হতাশা থেকে বেপরোয়া হয়ে এমন বক্তব্য দিচ্ছে।

তফসিল ঘোষণার পর থেকে কয়েকটি মামলায় বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয়েছে, তাদের অভিযোগ লেভেল প্লেয়িং ফিল্ড নেই- এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, আগুন দিয়ে পুলিশের গাড়ি পুড়িয়ে ফেলবে, ভাঙচুর করবে, ২০জন পুলিশকে আহত করে হাসপাতালে পাঠাবে, এই অপকর্ম সন্ত্রাস, সহিংসতার কাজ কি বিনা শাস্তিতে ঢাকা পড়ে যাবে? তফসিল ঘোষণার পর এই দুঃসাহস তারা কিভাবে দেখায়? অপরাধ করলে কি অপরাধীর বিরুদ্ধে মামলা হওয়া অপরাধ?

এটা ক্রিমিনাল অফেন্স, এক্ট অব টেররিজম। এ ধরণের অপরাধ বিনা শাস্তিতে যাবে না। পুলিশ কোনও হস্তক্ষেপ করছে না যাতে নির্বাচনটা ভালো ভাবে হয়। দেশের মানুষ যাতে শান্তিপূর্ন পরিবেশে ভোট দিতে পারে এজন্য সরকারি দল হিসেবে আমরা অনেক কিছু সহ্য করে যাচ্ছি। তারা যেন আমাদের সহনশীলতাকে দুর্বলতা না ভাবে।

কাদের আরও বলেন, পল্টনে পুলিশের ওপর হামলা করে তারা প্রমাণ করেছে। তারা তাদের পুরানো পথ, আগুন সন্ত্রাসের পথ, সেই পথ ধরে এগিয়ে যেতে চায়। কারণ তারা জানে বাংলাদেশের জনগণের সমর্থন তাদের পক্ষে নেই। সে কারণে তারা সহিংসতার পথ, নাশকতার পথ বেছে নিয়েছে।

কানাডার আদালত তাদেরকে যে রায় দিয়েছে এই চরিত্র থেকে তারা বেরিয়ে আসতে পারবেনা।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft