
পাবনার সাঁথিয়ায় দুই বাসের প্রতিযোগিতার মাঝে একটি অটোভ্যান চাপা পড়ে দুইজন নিহত হয়েছেন। তারা হলেন- ভ্যানচালক শহিদ মিয়া (৪৫) ও ভ্যানযাত্রী মাজেদা খাতুন (৪৭)।
বুধবার দুপুরে ঢাকা-পাবনা মহাসড়কের কোরিয়াল বাজারের কাছে এ ঘটনা ঘটে। এ সময় আরও ৪ জন গুরুতর আহত হন।
কাশিনাথপুর পুলিশ ফাঁড়ির এএসআই মামুন জানান, বুধবার দুপুর ১টার দিকে কাশীনাথপুর ইউনিয়ন থেকে ভিজিএফের চাল নিয়ে ব্যাটারিচালিত অটোভ্যানে করে বাড়ি ফিরছিলেন কয়েকজন দুঃস্থ। এ সময় পাবনা থেকে ঢাকাগামী সি লাইন এবং শ্যামলী পরিবহনের দু’টি বাস প্রতিযোগিতা করছিল।
এক পর্যায়ে শ্যামলী পরিবহনের বাসটি অটোভ্যানটিকে পেছন থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থালেই ভ্যানচালক শহিদ মিয়া মারা যান। আহত হন পাঁচজন। তাদের উদ্ধার করে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে সেখানে মাজেদা খাতুন মারা যান।
চিকিৎসকদের বরাত দিয়ে কাশিনাথপুর ইউনিয়ন পরিষদের সদস্য কুদ্দুস আলী জানান, আহত আকেন (৩৫) ও স্বপ্নার (৩২) অবস্থা আশঙ্কাজনক।
এএসআই মামুন জানান, এ ব্যাপারে সাঁথিয়া থানায় মামলা হয়েছে। তবে পুলিশ বাসটিকে আটক করতে পারেনি।