
গাইবান্ধার গোবিন্দগঞ্জে “বিশ্ব ডায়াবেটিস দিবস” উপলক্ষে বর্নাঢ্য পদযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকালে সমৃদ্ধি ডায়াগনষ্টিক এন্ড গোবিন্দগঞ্জ ডায়াবেটিস সেন্টারের উদ্যোগে স্থানীয় বিপিএড কলেজ মাঠ থেকে এ বর্নাঢ্য পদযাত্রা শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রামকৃষ্ণ বর্মন, বিশেষ অতিথি হিসাবে ছিলেন,জেলা আওয়ামীলীলের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক ও সাবেক ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ হোসেন ফকু।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মজিদুল ইসলামের সভাপতিত্বে অন্যান্য বিশেষ অতিথির মধ্যে ছিলেন ওসি তদন্ত আফজাল হোসেন,ভারপ্রাপ্ত অধ্যক্ষ বশির আহাম্মেদ,সাবেক উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বীরমুক্তিযোদ্ধা কাজী সাখোয়াত হোসেন,স্বাগত বক্তব্য রাখেন, সমৃদ্ধি ডায়াগনষ্টিক এন্ড গোবিন্দগঞ্জ ডায়াবেটিস সেন্টারের পরিচালক ডা. সাজেদুল ইসলাম সুজন,উপদেষ্টা সাবেক টিএনটি কর্মকর্তা আলহাজ্ব জালাল উদ্দিন,সহকারী প্রধান শিক্ষক নজরুল ইসলাম,পরিসংখ্যানবীদ শরীফুল আলম জুয়েলসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য সন্মাননা প্রদান করা হয়।এদিকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স এর উদ্যোগে ডায়াবেটিস দিবস উপলক্ষে একটি পদযাত্রা ও সভা অনুষ্ঠিত হয়।