
গাইবান্ধা ডিবি পুলিশের বিশেষ অভিযানে সদর উপজেলার খোলাবাড়ী এলাকা হতে ৬ জুয়ারু কে আটক করা হয়েছে।
গতকাল ১৩ নভেম্বর রাত্রী অনুমানিক ৮ টা ১০ মিনিটের সময় গাইবান্ধা ডিবি পুলিশের একটি টিম গাইবান্ধা জেলার সদর উপজেলাধীন ৫ নং বল্লমঝাড় ইউনিয়নের ৪ নং খোলাবাড়ী এলাকা হইতে অভিযান চালিয়ে ৬ জন জুয়ারু কে আটক করে।
আটককৃতরা হলো সদর উপজেলার খোলাবাড়ী গ্রামের আঃ গফুর মিস্ত্রির ছেলে ১। মোমিন মিয়া (৩৬), মৃত মুনছুরের ছেলে ২। মন্জু মিয়া (৩৪), মৃত আজিবরের ছেলে ৩। আনিছুর রহমান (৩৩),শাহাজাহান মিয়ার ছেলে ৪। লিমন মিয়া (২০), ফুল মিয়ার ছেলে ৫। উজ্জল মিয়া (২৯), মৃত মজিবর রহমানের ছেলে ৬। জোবেদ আলী (৪০) কে জুয়া খেলারত অবস্থায় আটক করে।
এখবর নিশ্চিত করে ডিবি’র ওসি মজিবুর রহমান জানান,আটককৃত জুয়ারুদের কে ভ্রাম্যমান আদালতে হাজির করলে বিজ্ঞ আদালত অর্থদন্ড প্রদান করেন।