
জাতীয় সংসদ নির্বাচনে ৩১-গাইবান্ধা-৩ (সাদুল্যাপুর-পলাশবাড়ী) আসনে ২০ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ও জমা দিয়ে দেশের সব গুলো আসনের মধ্যে রেকর্ড করেছেন। দেশের আর কোন আসনে আওয়ামীলীগের এক আসনে এতো মনোনয়ন প্রত্যাশী নেই । এই আসনের মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে উল্লেখযোগ্য তারা হলেন –
১। বর্তমান এমপি ও সাদুল্যাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডা. মো. ইউনুস আলী সরকার,২। সংরক্ষিত এমপি এ্যাড.উম্মে কুলসুম স্মৃতি,৩। পলাশবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু বক্কর প্রধান ৪। উপজেলার সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ ,৫। বাংলাদেশ মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক সহ – সভাপতি ব্রিগেডিয়ার অবঃ মাহামুদুল হক ৬। সাদুল্যাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শাহারিয়া খাঁন বিপ্লব ৭। গাইবান্ধা জেলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলির সদস্য মাজেদার রহমান দুলু।৮। উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও গাইবান্দা জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার প্রধান বিপ্লব ।৯। উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও মহদীপুর ইউপি চেয়ারম্যান তৌহিদুল ইসলাম মন্ডল ১০। উপজেলা মহিলা আওয়ামীলীগ সাবেক সভাপতি শ্যামলী আকতার ১১। প্রবাসী প্রকৌশলী আবু জাহিদ নিউ ১২। আজিজার রহমান বিএসসি ১৩। এ্যাড.নুরুল ইসলাম।
১৪। অধ্যক্ষ জাকারিয়া খন্দকার।১৫। জেলা পরিষদ সদস্য আব্দুর রহমান ১৬। ডা: ইয়া কুবুল আজাদ ১৭। মাহমুদ আলী মাবুদ ১৮। সাদুল্যাপুররে রাঙ্গা ১৯। পলাশবাড়ী উপজেলা আওয়ামীলীগের সদস্য তামান্না শারমিন ২০। সাদুল্যাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা এ্যাড.আব্দুল ওয়াহেদ আলী। এদিকে এক আসনে এতো মনোনয়ন প্রত্যাশী ও এই এলাকায় জামাত বিএনপির দেশের মধ্যে সব চেয়ে বেশী তান্ডব চালিয়েছিলা আর এই এলাকায় আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশীরা মনোনয়নপত্র ক্রয়ে রেকর্ড করেন।