
দৌলতপুর প্রতিনিধিঃ
বেসরকারী শিক্ষক কর্মচারীদের জন্য বৈশাখী ভাতা ও ৫ শতাংশ ইনক্রিমেন্ট দেয়ার ঘোষনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল ও সমাবেশ করেছে কুষ্টিয়ার দৌলতপুর বেসরকারী শিক্ষক-কর্মচারী সমিতির সদস্যরা।
রোববার(১১ নভেম্বর) সকালে উপজেলা বঙ্গবন্ধু ম্যুরালের সামনে শিক্ষক কর্মচারী সমিতির আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে উপজেলার শিক্ষক কর্মচারীরা অংশগ্রহন করেন। দৌলতপুর শিক্ষক সমিতির সভাপতি মোঃ মজিবর রহমানের সভাপতিত্বে আনন্দমিছিল ও সমাবেশে বক্তব্য রাখেন পি,এস,এস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রাকিবুল ইসলাম, সহকারী শিক্ষক মোঃ মাহবুবুর রহমান, দৌলতখালী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ হজরত আলী ,মরিচা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ ওয়ারেচ আলী, ছাতারপাড়া মাঃ বিঃ মোঃ হাসেম আলী, তারাগুনিয়া মাঃ বিঃ মোঃ আওলাদ হোসেন প্রমুখ।
সমাবেশে বেসরকারী শিক্ষক কর্মচারীদের জন্য বৈশাখী ভাতা ও ৫ শতাংশ ইনক্রিমেন্ট দেয়ার ঘোষনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান শিক্ষক নেতারা।