
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, শুক্রবারই নির্বাচনকালীন সরকার গঠন হতে পারে।
বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে এসব কথা বলেন।
তিনি বলেন, টেকনোক্র্যাটদের পদত্যাগপত্র এখনও গ্রহণ হয়নি। এছাড়া নতুন কেউ মন্ত্রিত্ব পাচ্ছেন না।
এর আগে ৬ সেপ্টেম্বর দুপুরে সচিবালয়ে গ্রামীণ ব্যাংকের লভ্যাংশের চেক হস্তান্তর অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আর নির্বাচনে অংশ না নেয়ার কথা জানান।
অর্থমন্ত্রী বলেন, ‘আগে বললেও এখন আমি সিদ্ধান্ত চূড়ান্ত নিয়েছি। আর নির্বাচন করছি না। নির্বাচন করবে আমার ভাই (জাতিসংঘে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত এ কে আবদুল মোমেন)। আমি তার সমর্থক হয়ে কাজ করব।’
তবে আগামী নির্বাচনের আগে যে নির্বাচনকালীন সরকার গঠিত হবে, সেখানে অর্থমন্ত্রী থাকতে পারেন। তিনি নিজেই বললেন, ‘নির্বাচনকালীন সরকারে সম্ভবত আমি থাকছি।’সূত্র-আরটিএনএন