
‘কাজ, মজুরী, অধিকার ও ইনসাফ চাই’ এই শ্লোগান নিয়ে বুধবার বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি গাইবান্ধা জেলা কমিটির উদ্যোগে শহরের ডিবি রোড আসাদুজ্জামান মার্কেটের সামনে এক মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। এর আগে একটি বিক্ষোভ সমাবেশ শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন ক্ষেত মজুর সমিতি জেলা কমিটির সভাপতি একরাম হোসেন বাদল, সিপিবি জেলা কমিটির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, জেলা কৃষক সমিতির সাধারণ সম্পাদক ছাদেকুল ইসলাম,ক্ষেতমজুর কেন্দ্রীয় কমিটির সদস্য মশিউর রহমান মইশ্যাল,ক্ষেতমজুর নেতা রেজাউর রহমান সুইট, তপন দেবনাথ,আমিনুল ইসলাম পিপুল, ওয়াহেদুন্নবী মিলন, এমদাদুল হক মিলন, গোলজার রহমান, যুবনেতা রানু সরকার, দুদু মিয়া ছাত্রনেতা ওয়ারেস সরকার প্রমুখ।
সমাবেশে বক্তারা, গ্রামীণ গরীব মানুষের জন্য পল্লী রেশনিং ব্যবস্থা চালু, কাবিখা,কর্মসৃজন কর্মসূচী বৃদ্ধিসহ এসব কর্মসূচীতে লুটপাট বন্ধ,বয়স্ক ভাতা,বিধবা ভাতা, দুঃস্থমাতা তালিকা প্রণয়নে স্বচ্ছতা নিশ্চিত করার জোর দাবি জানান। বক্তারা আরও বলেন, দেশের উন্নয়নের প্রধান নিয়ামক শক্তি তেমজুর হলেও তাদের অধিকার সংরণের দাবিগুলো আজও উপেতি। সেইসাথে বক্তারা তেমজুরদের উল্লেখিত দাবিগুলো অবিলন্বে পুরণেরও দাবি জানান।