
কুষ্টিয়ার দৌলতপুরে সরকারী চাকুরীতে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কৌটা বাতিলের প্রতিবাদে মানববন্ধন,বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রাদন করেছেন।
রোববার সকাল ১০টা হইতে ১১টা পর্যন্ত একঘন্টা দৌলতপুর উপজেলা চত্বরে মুক্তিযোদ্ধা সংসদ, কুষ্টিয়া জেলা সাংগঠনিক কমান্ডের ব্যানারে উপজেলার সর্বস্তরের মুক্তিযোদ্ধা এবং পৌষ্যগণের সমন্বয়ে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কৌটা বাতিলের প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ করেছেন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা বাবু মানিক কুমার ঘোষ, বীরমুক্তিযোদ্ধা আব্দুস সোবহান, যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা ওমর আলী, আঃ মালেক, আজগর আলী ,কমরেড রফিকুল ইসলাম,সামসুজ্জোহা মন্টু সহ উপজেলার সকল মুক্তিযোদ্ধা উপস্থিত ছিলেন।
উক্ত মানব বন্ধনে জেলা কমান্ডের বাবু মানিক কুমার ঘোষ বলেন দুঃখজনক হলেও সত্য, আজ মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি রাষ্ট্রীয় ক্ষমতায় থাকা সত্বেও স্বাধীনতা বিরোধী একটি কুচক্রী মহলের প্ররোচনায় তাদেরই উত্তরসুরী কলেজ, বিশ্ববিদ্যালয় পড়–য়া ছাত্র/ছাত্রী ও প্রতিহিংসা পরায়ন চাকুরী প্রত্যাশীদের আন্দোলনের মুখে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারী চাকুরীতে ৩০শতাংশ মুক্তিযোদ্ধা কৌটা বাতিলের প্রজ্ঞাপন জারি করা হয় । এটা আমাদের জন্য অপমান এবং বেদনার।
মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার ও ভারপ্রাপ্ত কমান্ডার শারমিন আক্তারের নিকট প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারী চাকুরীতে ৩০শতাংশ মুক্তিযোদ্ধা কৌটা বাতিলের প্রতিবাদে স্মারকলিপি প্রদান করেন।