
গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানা পুলিশের অভিযানে একাধিক নাশকতা মামলার ২ আসামি কে গ্রেফতার করেছে।
গোবিন্দগঞ্জ থানা পুলিশ গতকাল ৩ নভেম্বর শনিবার ভোরে অভিযান চালিয়ে রাজাহার ইউপি জামায়াতে ইসলামীর সভাপতি গোবিন্দগঞ্জ থানার নাশকতার মামলার আসামি সোহরাব আলী (৫১) ও একই দিন সন্ধ্যা অনুমানিক ৬ টায় দরবস্ত ইউপির সেচ্ছাসেবক দলের সভাপতি ও গোবিন্দগঞ্জ উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক ১০ এর অধিক মামলার আসামি সিরাজুল ইসলাম গাছু(৪৭) কে বিশেষ অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।

গ্রেফতারকৃত জামাত নেতা ১।সোহরাব আলী উপজেলার ধনিয়াল গ্রামের দরবকস্ আকন্দের ছেলে ও ২। সিরাজুল ইসলাম গাছু দুর্গাপুর গ্রামের আফতাব গাছুর ছেলে।
এব্যাপারে গোবিন্দগঞ্জ থানা ওসি একেএম মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।