
চাঁপাইনবাগঞ্জ সীমান্তে বাংলাদেশি এক রাখালকে রাইফেল দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর বিরুদ্ধে। নিহত রাখাল বালকের নাম ডালিম মাঝি।
রবিবার ভোর ৬টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার জোহরপুর টেক সীমান্তে এ ঘটনা ঘটে। নিহত ডালিম শিবগঞ্জ উপজেলার পাকা ইউনিয়নের নিশিপাড়া গ্রামের মংলু মাঝির ছেলে।
স্থানীয় সূত্র থেকে জানান, ভোর ৬টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার জোহরপুর টেক সীমান্তের গরু আনতে যায় এক রাখাল। এ সময় পাতলাটোলা ক্যাম্পের বিএসএফ জওয়ানরা তাকে রাইফেল দিয়ে পিটিয়ে হত্যা করে।
পরে নিহত ডালিমের সঙ্গীরা তার লাশ উদ্ধার করে তার বাড়িতে নিয়ে আসে।
চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাজ্জাদ সরোয়ার জানান, ঘটনাটি আমরা শুনেছি, কিন্তু তা সত্য কিনা তা আমরা এখনো নিশ্চিত নই যে বিএসএফ তাকে হত্যা করেছে। কারণ হিসেবে তারা বলেন সীমান্ত থেকে অনেক দূরে লাশ পাওয়া গেছে।