
গাইবান্ধা ডিবি পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদক সম্রাট ১। আবু বক্কর (২৮) কে ৩০৫ পিস ইয়াবা সহ গ্রেফতার করা হয়েছে । আজ ৩ নভেম্বর সন্ধ্যা অনুমানিক ৭ টা ৩০ মিনিটের সময় গাইবান্ধা ডিবি পুলিশের একটি টিম গাইবান্ধা জেলার সাদুল্লাপুর থানাধীন ৯নং বনগ্রাম ইউনিয়নের ২ নং ওয়ার্ডের দক্ষিণ মন্দুয়ার মালাকার পাড়া এলাকা হতে অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেট বিক্রয় করা কালীন মাদক সম্রাট ১। আবু বক্কর (২৮) কে ৩০৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ হাতে নাতে আটক করে।
ইয়াবা সহ গ্রেফতারকৃত মাদক সম্রাট ১। আবু বক্কর (২৮) গাইবান্ধা সদর উপজেলার হবিল্লাপুর গ্রামের শাহা আলমের ছেলে ।
এখবর নিশ্চিত করে ডিবি ওসি মজিবুর রহমান পিপিএম জানান,উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট এর মূল্য ১২২০০০/= টাকা।
গ্রেফতারকৃত মাদক সম্রাট আবু বক্কর এর বিরুদ্ধে সাদুল্লাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজুর করা হয়েছে।