
প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেন, বলেছিলাম জাতীয় ঐক্যফ্রন্টের সংলাপ ব্যর্থ হবে আজ তাই হয়েছে। জাতীয় পার্টি কোনো শর্ত দিয়ে নয় শর্ত ছাড়াই সংলাপে যাবে।
শনিবার জামালপুরে ইসলামপুর উপজেলার গুঠাইল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা জাতীয় পার্টি আয়োজিত এক জনসভায় বক্তব্য কালে তিনি এসব কথা বলেন।
এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জাতীয় ঐক্যফ্রন্টের যে সংলাপ হয়েছে, তার সফলতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ।
তিনি বলেছিলেন, ‘তাদের সাত দফা দাবির কোনোটিও মানা সম্ভব নয়। তারা শেখ হাসিনার পদত্যাগ চান, সংসদ ভেঙে দিতে চান, এসব দাবির কোনোটিই মেনে নেওয়া সম্ভব নয়। ফলে সংলাপ ব্যর্থ হবে।’
তিনি বলেন, ‘সংলাপ আমি একলা করবো, দু-চারজন করবো। ২১ জন মানুষকে নিয়ে সংলাপ করা যায় না। ঐক্যফ্রন্ট যে দাবি দিয়েছে শেখ হাসিনা তা মানবেন না। সংবিধান মতে দাবিগুলো মানা সম্ভব নয়।’