
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব দলের অংশগ্রহণের মাধ্যমে একটি নিরপেক্ষ নির্বাচন চায় উল্লেখ করে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, সংলাপ চলবে, নির্বাচনও হবে এ নিয়ে অস্থির হওয়ার কিছু নেই।
আজ শুক্রবার ২ নভেম্বর দুপুর ১টার দিকে রংপুর বিভাগের সমাজ সেবা অধিদফতরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জেলা সমাজ সেবা অধিদপ্তরের আয়োজনে
গাইবান্ধা সার্কিট হাউজ মিলনায়তনে মতবিনিময় সভায় সমাজ কল্যাণ মন্ত্রী আরো বলেন, গত দশ বছরে সরকার দেশের অভূতপূর্ব উন্নয়ন করেছে। যার ফলে উত্তরের মঙ্গা’কে বিদায় দিয়ে সমৃদ্ধ উত্তরবঙ্গ গড়তে নানা মুখী পদক্ষেপ নিয়েছে সরকার। আগামীতে উন্নয়নের সম্ভাবনা টিকিয়ে রাখতে জনগণকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান তিনি।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক (ডিসি) সেবাস্টিন রেমা, পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া এবং রংপুর বিভাগের সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তারা।