
গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জে ধানক্ষেত থেকে মশিউর রহমান (১৯) নামের এক কলেজ ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। মশিউর গোবিন্দগঞ্জ পৌরসভার বর্ধনকুঠি খানাবাড়ি গ্রামের আব্দুল মান্নানের ছেলে। সে রংপুর সরকারি কলেজ থেকে এইচ এস সি পরিক্ষায় অংশ নিয়েছিল।
জানা গেছে, গোবিন্দগঞ্জ পৌরসভার বর্ধনকুঠি খানাবাড়ি এলাকার ধানক্ষেতে আজ শুক্রবার সকালে এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। এসময় স্থানীয়রা হৈ চৈ শুরু করলে আশপাশের লোকজন ছুটে আসে। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
মশিউর রহমানের ভগ্নিপতি কামরুজ্জামান জানান, গতকাল ১ নভেম্বর বিকেলে মশিউর বাড়ি থেকে বেরিয়ে যায়। রাতে বাড়ীতে না ফেরায় তার ফোনে কল দেয়া হয়। কিন্তু ফোনটি রিসিভ করা হয়নি। তার সন্ধানে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করা হয়। কিন্তু কোথাও তার সন্ধান পাওয়া যায়নি। এতে তাদের সন্দেহ হলে রাতেই থানায় জানানো হয়।
তিনি আরো জানান, ওসি মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করর জানান,মশিউর ফেসবুকে একটি স্ট্যার্টাস দেয় যে তার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। তাকে কেউ হত্যা করেছে কিনা তা ময়না তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। এরআগে কিছুই বলা যাচ্ছেনা।