
গাইবান্ধার সাঘাটা উপজেলা ত্রিমোহনী ব্রীজ হতে আজ ২ নভেম্বর শুক্রবার সকালে অভিযান চালিয়ে প্রায় আড়াই লক্ষ টাকা মুল্যের একশ দুই পিস ইয়াবা ও বিশ গ্রাম হিরোইন, দুই টি মোবাইল ফোন সহ চিহ্নিত দুই মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেছে র্র্যাব গাইবান্ধা ক্যাম্পের একটি টিম।
গ্রেফতারকৃত মাদক কারবারি হলো গোবিন্দগঞ্জ উপজেলার নাচাই কোচাই গ্রামের মৃত নুরুল মন্ডলের ছেলে সবুজ মন্ডল ও বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার খোদ্দ শোকড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে শফি মন্ডল।
এক প্রেস বিজ্ঞপ্তিতে এখবর নিশ্চিত করেছেন র্র্যাব গাইবান্ধা ক্যাম্পের এ এস পি হাবিবুর রহমান।