
ফেসবুকের স্ট্যাটাস দেখে ৮০ বছরের বৃদ্ধা ফইরন নেছার দায়িত্ব নিলেন মানবতার কান্ডারী গাইবান্ধার জেলা পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া।
গত ১৪ অক্টোবর ফেসবুকে ‘আর কত বয়স হলে সরকারি ভাতা পাবে বল্লমঝাড়ের ফইরন নেছা’ শীর্ষক একটি স্ট্যাটাস দেয়া হয়।
ওই স্ট্যাটাস দেখে গাইবান্ধার পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া ফইরনের বাড়িতে যান। তিনি ঘটনার সত্যতা পেয়ে তাকে পুনর্বাসনের উদ্যোগ নেন। গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের জোদ্দকড়িসিং (সুংসুংগির মোড়) এলাকায় বৃদ্ধা ফইরন নেছার বসবাসের জন্য একটি সেমি পাকা ঘর, ল্যাট্রিন ও একটি টিউবওয়েল স্থাপনের ব্যবস্থা করে দেন। ইতোমধ্যে ঘর নির্মাণের কাজ শুরু হয়েছে। এছাড়াও ফইরন নেছাকে তিনি নগদ টাকাও প্রদান করেন।
আজ পহেলা নভেম্বর বৃহস্পতিবার গাইবান্ধা পুলিশ সুপার কার্যালয়ে ফইরন নেছাকে রেশন কার্ড প্রদান করেন পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া। এই কার্ডে তিনি প্রতিমাসে ১০ কেজি চাল, ৩ কেজি ডাল, ১ কেজি সয়াবিন রেশন হিসেবে পাবেন। এছাড়াও তিনি নগদ অর্থও পাবেন। একজন পুলিশ সদস্য তার বাড়ি গিয়ে এসব সামগ্রী পৌছে দিবেন।
উল্লেখ্য, গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের জোদ্দকড়ি সিং সুংসুংগির মোড় এলাকার মৃত মকবুল হোসেনের স্ত্রী ফইরন নেছা। দীর্ঘদিন থেকে ভিক্ষা করে জীবিকা নির্বাহ করতেন। পুলিশ সুপারের কাছে তিনি এসব সুযোগ সুবিধা পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন ফইরন নেছা।