খবরবাড়ি ডেস্কঃ বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপ-কমিটি ঘোষণা করা হয়েছে। বুধবার কমিটির বৈঠকে উপস্থিত ছিলেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
ধানমন্ডিতে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনৈতিক কার্যালয়ে হওয়া এক বৈঠকে এই উপ কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হয়। এবারের উপ কমিটিতে স্থান পেয়েছে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই)-এর তিন কর্মকর্তা। এরা হলেন সিআরআই-এর এক্সিকিউটিভ ডাইরেক্টর সাব্বির বিন শামস, সহকারী সমন্বয়ক ইঞ্জি. তন্ময় আহমেদ, পলিসি অ্যানালিস্ট শাহ আলী ফরহাদ, প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব আশরাফ সিদ্দাক বিটু, মাহমুদা সুলতানা হেলেন প্রমুখ।
বিকেল ৩টায় হওয়া এই কমিটির সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং প্রচার ও প্রকাশনা উপকমিটির চেয়ারম্যান এইচ টি ইমাম। আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ। সূত্রঃ ওপেননিউজ।