
গাইবান্ধা সদর উপজেলায় বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন জাতীয় সংসদের হুইপ ও গাইবান্ধা-০২ (সদর) আসনের সংসদ সদস্য মাহাবুব আরা বেগম গিনি এমপি
৩১ অক্টোবর বুধবার সকালে তিনি ঘাগোয়া ইউনিয়নে ঘাগোয়া সরকারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৭ কক্ষ বিশিষ্ট ৮৫ লাখ টাকা ব্যয়ে নব-নির্মিত দ্বিতল ভবনের উদ্বোধন করেন।
এছাড়া সদর উপজেলা পরিষদ হলরুমে কৃষি সম্প্রসারণ বিভাগ কর্তৃক কৃষি প্রণোদনার বীজ ও সার কৃষকদের মধ্যে বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন। এ কর্মসূচীর আওতায় সদর উপজেলায় গম, ভুট্টা, সরিষা ও গ্রীষ্মকালিণ মুগ ডাল চাষে বীজ ও সার ১ হাজার ৮শ’ জন কৃষকের মধ্যে বিতরণ করা হবে। এসব উপকরণের জন্য ২১ লাখ ৫০ হাজার ৮৪০ টাকা বরাদ্দ দেয়া হয়।
এছাড়া একইদিন রংপুর বিভাগ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প-২ এর আওতায় গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের গাইবান্ধা থেকে দারিয়াপুর আর এনএইচ নতুন ব্রীজ থেকে মানস রেগুলেটর, কুপতলা ইউনিয়নের পাঁচজুম্মা থেকে কাজলঢোপ লক্ষ্মীপুর ইউনিয়নের লেংগা বাজার থেকে সুন্দরগঞ্জ সীমানা ও গাইবান্ধা থেকে লক্ষ্মীপুর ইউজেডআর কুপতলা (স্কুলের বাজার) দারিয়াপুর ইউজেডআর রাস্তা উন্নয়ন কাজেরও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি। প্রায় ৮ কিলোমিটার রাস্তা নির্মাণে প্রায় ৭ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে। এলজিইডির তত্ত্বাবধানে এ সড়কগুলোর নির্মাণ কাজ করা হবে।
এসব রাস্তা উন্নয়ন কাজের ভিত্তি স্থাপনকালে কুপতলা ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, লক্ষ্মীপুর ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বাদল, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মৃদুল মোস্তাফিজ ঝন্টু, সদর উপজেলা আওয়ামীলীগ সভাপতি রেজাউল করিম রেজা, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আহসান হাবিব রাজিবসহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।