
গাইবান্ধায় জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দলের জেলা কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, শহীদ কর্ণেল আবু তাহের বীর উত্তমের প্রতিকৃতিতে মাল্যদান, র্যালি ও গণজমায়েতসহ আজ ৩১ অক্টোবর বুধবার দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ গাইবান্ধা জেখা শাখা।
বিকেলে গাইবান্ধা পৌর শহীদ মিনার চত্বরে জেলা জাসদের ভারপ্রাপ্ত সভাপতি জিয়াউল হক জনির সভাপতিত্বে গণজমায়েত অনুষ্ঠিত হয়। এতে শুভেচ্ছা বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা ১৪ দলের সমন্বয়ক আবু বক্কর সিদ্দিক, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফরহাদ আব্দুল্যাহ হারুণ বাবলু, দপ্তর সম্পাদক সাইফুল আলম সাকা।
গণজমায়েতে জাসদ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য দেন জাসদের কেন্দ্রীয় নেতা খাদেমুল ইসলাম খুদি, জেলা শাখার সহ-সভাপতি নুরুজ্জামান প্রধান, সাধারণ সম্পাদক গোলাম মারুফ মনা, শ্রমিক জোটের লাল মিয়া সরকার, নূর মোহাম্মদ বাবু, জেলা যুবজোটের সাধারণ সম্পাদক সুজন প্রসাদ, শহর জাসদের সভাপতি পৌর কাউন্সিলর কামাল আহমেদ, সাধারণ সম্পাদক মামুনুর রশিদ রুবেল, জাসদ নেতা ও পৌর কাউন্সিলর তানজিমুল ইসলাম পিটার, নারী জোটের শিরিন আক্তার লিজা, রফিকুল ইসলাম রিটন, মনোহরপুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান চুট্টু, কামারজানি ইউপি চেয়ারম্যান জাকির হোসেন, সেকেন্দার আলী, রফিকুল ইসলাম মিলন, রাকিব হাসান সীমান্ত প্রমুখ।
এদিকে, গাইবান্ধার পলাশবাড়িতেও বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাসদের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। জেরাব জাসদের সহ-সভাপতি ও পলাশবাড়ী উপজেলা জাসদের সভাপতি নুরুজ্জামান প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন, উপজেলা জাসদের সহ-সভাপতি আব্দুল মজিদ আকন্দ, আবু ইয়াহিয়া খান, সাধারণ সম্পাদক আব্দুল জলিল সরকার বাদশা, সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন, সদর ইউনিয়ন জাসদ সভাপতি শাহজাহান প্রধান, সাধারণ সম্পাদক মোশারফ হোসেন প্রধান, হোসেনপুর ইউনিয়ন জাসদের সভাপতি আব্দুর রহমান প্রমুখ।
এরআগে একটি র্যালি উপজেলা শহর প্রদক্ষিণ করে।