
জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া চ্যারিটেবল ট্রাস্টের মামলায় রায়ের প্রতিবাদে আজ বুধবার গাইবান্ধা জেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে এক মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডাঃ মইনুল হাসান সাদিকের সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামদুন্নবী টিটুল, সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান সরকার, সাবেক সাধারণ সম্পাদক কামরুল হাসান সেলিম, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাড. মঞ্জুর মোর্শেদ বাবু, আনিছুর রহমান নাদিম, শহর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. হানিফ বেলাল, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ভুট্টু, আবু বক্কর সিদ্দিক স্বপন, মোস্তাক আহম্মেদ মোস্তাক, মাসুদ রানা, বিপুল কুমার দাস, হুনান হক্কানী, দিলরুবা পারভীন ঝর্না, মৌসুমী বেগম তমা, ছাত্রদল জেলা সাধারণ সম্পাদক তারেকুজ্জামান তারেক, জেলা যুবদলের দপ্তর সম্পাদক ওয়াহিদ শাকিল প্রমুখ। বক্তারা বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবী ও গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য র্নিদলীয় নিরপেক্ষ্ম সরকারের অধিনে ভোট দাবী করেন।