
বহুল আলোচিত জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ চারজনকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একইসাথে প্রত্যেককে ১০ লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরো ছয়মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। এছাড়া ট্রাস্টের ৪২ কাঠা জমি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়েছে।
সোমবার দুপুরে পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারের অস্থায়ী আদালতের বিশেষ জজ ড. আখতারুজ্জামান এই রায় দেন।
রায় ঘোষণা সময় আদালতের পর্যবেক্ষণে বিচারক ড. আখতারুজ্জামান বলেন, ভবিষ্যতে কেউ যেন ক্ষমতার অপব্যবহার না করে, তার জন্য আসামীদের এই সর্বোচ্চ শাস্তি দেয়া হয়েছে।