
গাইবান্ধা ডিবি পুলিশের বিশেষ অভিযান চালিয়ে অশ্লীল চিত্র প্রদর্শন করা কালিন হাতে নাতে ৫ জন কে আটক করেছে।
আজ ২৭ অক্টোবর শনিবার বিকাল অনুমান ৪ টা ১০ মিনিটের সময় গাইবান্ধা ডিবি পুলিশের একটি টিম গাইবান্ধা জেলার সদর থানাধীন নিউমার্কেট এলাকা হইতে অভিযান চালিয়ে ৫ জন কে আটক করেছে।
আটককৃতরা হলো সদর উপজেলার থানসিংহপুর গ্রামের রনজিৎ এর ছেলে ১। চমক রায় (২৫), হরিণসিংহা গ্রামের সাজু মিয়ার ছেলে ২। তাওহিদ (২০), পশ্চিম কোমরনই দশানী গ্রামের মৃত আব্দুল কুদ্দুস সরকারের ছেলে ৩। বাইজিত হোসেন (১৮), উত্তর হরিণসিংহা গ্রামের রঞ্জু মিয়ার ছেলে ৪। মাহিম মিয়া (২০), খোলাহাটি গ্রামের মোজাহার আলীর ছেলে ৫। জাকির হোসেন(২৪) কে অশ্লীল চিত্র প্রদর্শন অবস্থায় হাতে নাতে আটক করে।
এখবর নিশ্চিত করে ডিবি ওসি মজিবুর রহমান পিপিএম জানান, পরবর্তীতে আটককৃতদের কে ভ্রাম্যমান আদালতে হাজির করলে বিজ্ঞ ম্যাজিষ্ট্রেট বীর আমির হামজা অর্থদন্ড প্রদান করে প্রত্যেককের ১ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।