
গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে নাশকতার আসামি ইউনিয়ন জামায়াত সভাপতি আব্দুল আজিজ কে গ্রেফতার করেছে।
গোবিন্দগঞ্জ থানা পুলিশের একটি টিম আজ ২৭ অক্টোবর শনিবার সন্ধ্যা ৬ টার সময় নাকাইহাট এলাকায় অভিযান চালিয়ে নাশকতার আসামি নাকাই ইউনিয়ন জামায়াতের ইসলামীর সভাপতি আঃ আজিজ (৫১) কে বিশেষ অভিযান চালিয় আটক করে।
গ্রেফতারকৃত জামাত নেতা আব্দুল আজিজ গোবিন্দগঞ্জ উপজেলার পাটোয়া মালেনিপাড়ার মৃত নায়েক উদ্দিনের ছেলে।
এখবর নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান জানান,গ্রেফতারকৃত জামাত নেতার বিরুদ্ধে আরো ২ টি নাশকতার মামলা আদালতে বিচারাধীন আছে।