
খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার পলাশবাড়ীতে ২১ পিস ইয়াবাসাহ মাদক ব্যবসায়ী সুজনকে (৩০) আটক করেছে পুলিশ।
থানা সূত্রে জানা যায়, থানা অফিসার ইনচার্জ মাহমুদুল আলমের নির্দেশে মাদক বিরোধী অভিযানে এসআই হাবিবুল বাহার ও এএসআই ফজিরের নেতৃত্বে বুধবার রাত ১০টার দিকে সদরের ঘোড়াঘাট রোডস্থ মাজারের পার্শ্বের রাস্তা থেকে তার কাছে থাকা ২১ পিস ইয়াবাসহ তাকে হাতে-নাতে আটক করে পুলিশ। আটক সুজন হরিণমারী গ্রামের মৃত ভোলা মিয়া ছেলে। এ রিপোর্ট লেখা পর্যন্ত তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলার প্রস্তুতি চলছে।