
গাইবান্ধার গোবিন্দগঞ্জের কামদিয়া এলাকা থেকে চিহ্নিত মাদক ব্যবসায়ী আশরাফুল (২৮) কে গ্রেফতার করেছে পুলিশ।গত রাত সাড়ে আটটার দিকে কামদিয়া ইউনিয়নের শালট্টি এলাকা থেকে গ্রেফতার হয়।পুলিশ ও এলাকাবাসী জানায়,কামদিয়া ইউনিয়নের শালট্টি এলাকায় গত রাত সাড়ে ৮টার দিতে টহল রত পুলিশের এ এস আই হারুনের নেতৃত্বে সংঙ্গীয় পুলিশ ফোর্স চিহ্নিত মাদক ব্যবসায়ী আশরাফুল (২৮) গ্রাম এনায়েতপুর এর দেহ তল্লাশী করে এক লিটার মদ উদ্ধার করে।এ দিকে এ
সৃঋময় তার সংঙ্গে আরও এক মাদক ব্যবসায়ী আমিন (৩০)পিতাঃ মৃত রহিম কে আটক করা হয়।আটককৃত আশরাফুল এনায়েত পুর গ্রামের সাহেব আলীর ছেলে, মামলা নং ৫৬। পুলিশ জানায় তারা মোবাইল ফোনের মাধ্যমে মদের অর্ডার নিয়ে মদ গ্রাহদের কাছ যায়গা মত মদ পৌছে দেয় পাইকারী বিক্রি করে।