
সারাদেশ জুড়ে সকল ধরনের অপরাধ দমনে ও অপরাধীদের আইনের আওতায় আনতে চলমান অভিযানে গাইবান্ধা সদর থানাধীন কাজলঢোপ এলাকা হতে ১১৮ পিস ইয়াবা সহ কুখ্যাত মাদক ব্যবসায়ী বাদশা আকন্দ কে গ্রেফতার করেছে র্যাব।
গতকাল ২৩ অক্টোবর মঙ্গলবার র্যাব ১৩ গাইবান্ধা ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদের ভিক্তিতে সদর উপজেলার কাজলঢোপ গ্রামের জনৈক শাহজাহান এর টিন শেড ঘরের দক্ষিণে সাদুল্যাপুরগামী পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে কুখ্যাত মাদক ব্যবসায়ী বাদশা আকন্দ (৩০) কে ১১৮ পিস ইয়াবা ,দুটি মোবাইল সেট সহ গ্রেফতার করেছে ।
ইয়াবাসহ র্যাবে হাতে গ্রেফতারকৃত কুখ্যাত মাদক ব্যবসায়ি বাদশা আকন্দ (৩০) সদর উপজেলার কাজলঢোপ গ্রামের আব্দুল মান্নান আকন্দের ছেলে। উল্লেখ্য বাদশা আকন্দ দীর্ঘ দিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত।
এক প্রেস বিজ্ঞপ্তিতে এখবর নিশ্চিত করে র্যাব ১৩ গাইবান্ধা ক্যাম্পের এ এস পি হাবিবুর রহমান জানান,গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।