
রংপুরের পীরগঞ্জ উপজেলায় ওভারটেক করতে গিয়ে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ২৫ জন। মঙ্গলবার রাত ১২টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কে উপজেলার খেজমতপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- খয়বর আলী ও সুকুমার রায়। তাদের বাড়ি কুড়িগ্রাম জেলায়।
পীরগঞ্জ থানার ওসি সরেস চন্দ্র জানান, রাতে কুড়িগ্রাম থেকে ইউনাইটেড পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা যাচ্ছিল। পথে ওই এলাকায় লালমনিরহাট বুড়িমারী থেকে ছেড়ে আসা ঢাকাগামী আরেকটি বাসকে ওভারটেক করতে যায় ওই বাসটি। এতে নিয়ন্ত্রণ হারিয়ে ইউনাইটেড পরিবহনের বাসটি সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে দুই যাত্রী নিহত হন।
এ সময় আহত হন ২৫ জন। তাদের উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা হাসপাতাল ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওসি।