
মোঃ মোস্তফা মিয়া, পীরগঞ্জ, (রংপুর) প্রতিনিধি:
রংপুরের পীরগঞ্জ উপজেলায় কমিউনিটি ক্লিনিকের মাল্টিপারপাস হেলথ ভলান্টিয়ার বাছাই পরীক্ষার প্রথম দিন গত ০৮-১০-২০১৮ইং তারিখে উপজেলার (চৈত্রকোল, ভেন্ডাবাড়ী, বড়দরগাহ ও কুমেদপুর) ইউনিয়নের পরীক্ষা উক্ত উপজেলা অডিটরিয়াম হলে অনুষ্ঠিত হয়।
ইন্টারনেট ভিত্তিক পরীক্ষা পদ্ধতি পরিচালিত হওয়ায়, অধিকাংশ পরিক্ষার্থী বার বার চেষ্টা করার পরেও নেটওয়ার্ক সমস্যার কারনে পরীক্ষা দিতে পারেনি। উক্ত পরীক্ষায় চার শতাধিক এর অধিক পরীক্ষার্থী অংশগ্রহণ করেছিল।
এসময় পরীক্ষার হলে দায়িত্বরত কর্মকর্তা উদ্ধতণ কর্তৃপক্ষের কাছে মোবাইলে ফোনে আলাপ করার পরে, পরবর্তীতে তাদের পরীক্ষা নেওয়া হবে বলে আশ্বাস দেন।
কিন্তু কতিপয় অসাধু কর্মকর্তা ও কর্মচারী দালালদের কারনে চুপি চুপি টাকার বিনিময়ে, এমনকি ঘুম থেকে ডেকে এনে ইন্টারনেট ভিত্তিক পরিক্ষা পদ্ধতি- Classroom Apps এর মাধ্যমে পরীক্ষা গ্রহণ করা হয়েছে বলে অভিযেগ ওঠে। যা হাতে গনা কয়েকজন।
মুটোফোনে বারবার চেষ্টা করার পরেও উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ অফিসার (ডাঃ হরেন্দ্রনাথ গোস্বামী) কে পাওয়া যায়নি।
এই সকল অনিয়মের সঠিক সুরহার জন্য পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ করার প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানা যায়।
পরীক্ষার্থীরা কথমত পুন:রায় পরীক্ষা নেয়ার দাবী জানায়। পরীক্ষার্থীরা যথাযথ কর্তৃপক্ষের সুদৃষ্টি কমনা করছেন।