
গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানা পুলিশের একটি চৌকস দল ২১ অক্টোবর রবিবার রাত অনুমানিক ৯ টা ১০ মিনিটের সময় কামদিয়া ইউপির দিঘীর হাট বাজার এলাকা হতে ৫০২ পিস ইয়াবা সহ আসামি শহিদুল ইসলাম ওরফে কারেন্ট (৪২) কে বিশেষ অভিযান চালিয়ে গ্রেফতার করে। উল্লেখ্য গ্রেফতারকৃত আসামী কারেন্ট আন্তঃজেলা ডাকাত দলের সদস্য ও মোটরসাইকেল চুরির সেন্ডিকেটের সদস্য ইদানিং ডাকাতি ও চুরির ফাকে মাদক ব্যবসায় জড়িয়ে পরে। সে আটক হওয়া এলাকাবাসী উল্লাস প্রকাশ করে।
এখবর নিশ্চিত করে অফিসার ইনচার্জ মেহেদী হাসান জানান, উদ্ধার কৃত ইয়াবা মূল্য ২ লক্ষ ৮ শত টাকা গ্রেফতারকৃত আসামি বিরুদ্ধে ডাকাতি ও চুরির ৭টি মামলা বিচারাধীন আছে। ইয়াবা সহ আটকের ঘটনায় থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে।