
প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীতে তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৩৫টি জেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পূত্র শেখ রাসেলের নামে নামকরণকৃত যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের একটি প্রকল্পের আওতায় নির্মিত ৬৬টি মিনি স্টেডিয়াম উদ্বোধন করেন।
আজ রবিবার গণভবনে প্রধানমন্ত্রী একই অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) কমপ্লেক্সে একটি মাল্টিস্পোর্ট ইনডোর কমপ্লেক্সসহ মোট ৩৮টি জেলায় নির্মিত ৭৩টি ক্রীড়া স্থাপনা ও যুব প্রশিক্ষণ কেন্দ্র এবং ৬ জেলায় ৬টি যুব প্রশিক্ষণ কেন্দ্রও উদ্বোধন করেন।
এই অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে সরাসরি অংশ গ্রহন করা হয় গাইবান্ধা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ থেকে এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সেবাষ্টিন রেমা , জেলা পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া,জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড.সৈয়দ শামস উল আলম হিরু, সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, জেলা সিভিল সার্জন আব্দুস শুকুরসহ জেলার সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আওয়ামীলীগ নেতৃবৃন্দু ও সাংবাদিকবৃন্দরা ছাড়াও জেলার সকল উপজেলা নির্বাহী অফিসারগণ এসময় উপস্থিত ছিলেন।
সারাদেশে একযোগে শেখ রাসেল মিনি ষ্টেডিয়াম উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি উদ্বোধন ঘোষণা করার পর পরেই জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গাইবান্ধা সদর উপজেলার ও সাঘাটা উপজেলার শেখ রাসেল মিনি ষ্টেডিয়ামের ফলক উম্মোচন করেন জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপার। শেষে প্রধানমন্ত্রীর কার্যালয় হতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে পরিচালিত দোয়া অনুষ্ঠান অশ নেন উপস্থিত সকলে।