
গাইবান্ধার পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়ার নিদের্শে ২০/১০/১৮ রাত্রী অনুমান ১১ ঘটিকার সময় গাইবান্ধা ডিবি পুলিশের একটি টিম গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ পৌরসভাধীন গোবিন্দগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের সামনে হতে অভিযান চালিয়ে ১। মন্জুরুল ইসলাম (বাবু) (৩৫) পিতাঃমৃতঃ জসিম উদ্দিন সাং বুজরুক বোয়ালীয়া থানাঃ গোবিন্দগঞ্জ জেলাঃ গাইবান্ধা কে ৫৩ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক করে।
ডিবির ওসি মজিবুর রহমান পিপিএম জানান,উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট এর মূল্য ২১,২০০/= টাকা।
আসামী মন্জুরুল ইসলাম(বাবু) এর বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজুর হয়েছে।