
আজ শুক্রবার সকাল ১০টায় বোচাগঞ্জ উপজেলার বোচাগঞ্জ-বকুলতলা সড়কে ২নং-ইশানিয়া ইউনিয়নের মুরারিপুর দকচাই মোড়ে এক সড়ক দুর্ঘটনায় ফুফাত মামাত দুই বোন ইভা (১৫) ও নিপা (১২)এর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় মৃত ইভা ও নিপার মামাত ভাই মটর সাইকেল আরোহী রকি (২৮)গুরুত্বর আহত হয়ে বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে।
জানা গেছে আহত মোটর সাইকেল চালক রকি দুই বোনকে নিয়ে পঞ্চগড় জেলার দেবীগঞ্জ থেকে বোচাগঞ্জে আসার পথে বোচাগঞ্জ বকুলতরা সড়কের মুরারিপুর দকচাই মোড়ে পিলার বোঝাই একটি মহেন্দ্র ট্রাক্টরকে ওভারটেক করার সময় পিছন থেকে ট্রাক্টরটি মটর সাইকেলে ধাক্কা দিলে ঘটনা স্থলেই মোটর সাইকেল আরোহি দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয় তবে মোটর সাইকেল চালক রকি গুরুত্বর আহত হয়। নিহত ইভা সেতাবগঞ্জ পৌরসভার শহীদপাড়া মহল্লার বাসিন্দা অরুনের ৯ম শ্রেণীর স্কুল পড়ুয়া ও নিহত নিপা পঞ্চগড় জেলার দেবীগঞ্জ কামারপাড়া গ্রামের বসবাসকারী গোলাম মোস্তফার ৬ষ্ঠ শ্রেণীর স্কুল পড়ুয়া কন্যা। এ ঘটনায় বোচাগঞ্জ থানা পুলিশ ঘাতক ট্রাকটিকে আটক করেছে। অপর দিকে সড়ক দূর্ঘটনায় দুই বোনের মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।