
গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ একে এম মেহেদী হাসানের নিদের্শে এসআই শফিকুল অদ্য ১৭-১০-১৮ ৬.৩০ ঘটিকায় দরবস্ত ইউপির সাতানা বালুয়া এলাকা হতে ২৫০ পিস ইয়াবা সহ আসামি মাহমুদুল হাসান(৩০) পিতা হযরত সাং বগলাগাড়ী মন্ডলপাড়া এবং এস আই জিল্লুর রাত অনুঃ৭.৪০ ঘটিকার সময় পুনতাইড়, মহিমাগঞ্জএলাকা হতে ২০ গ্রাম হিরোইন সহ আসামি মানু(২৫) পিতা নজরুল সাং পুনতইর উভয় থানা গোবিন্দগঞ্জ দ্বয় কে আটক করে।
উভয় ঘটনায় উদ্ধার কৃত ইয়াবা ও হিরোইনের মূল্য ৩ লক্ষ টাকা।আসামি মানুর বিরুদ্ধে আরো ৩ টি মামলা ও মাহমুদুলের বিরুদ্ধে ১ টি মামলা বিচারাধীন আছে।এ ব্যাপারে ওসি একেএম মেহেদী হাসান জান্নান, গোবিন্দগঞ্জ থানায় দুটি মাদক মামলা রুজু হয়েছে।